নোটিশঃ ফেইসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সহ অনলাইনে সকল বিজ্ঞাপনের ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য
এতদ্বারা “মল্লিক আইটি” এর সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফেইসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সহ অনলাইনে সকল বিজ্ঞাপনের ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য। সম্প্রতি হাই কোর্টের এক আদেশে গুগল, ফেইসবুক, ইউটিউবের মতো ওয়েবসাইটে বাংলাদেশ থেকে দেওয়া বিজ্ঞাপনের লেনদেন থেকে সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশ দেওয়া হয়। এবং তাহা “বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড” এর নির্দেশে (০১-১২-২০১৯ ইং) তারিখ থেকে কার্যকর করেন।
↑⇄বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকারের “বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড”
এমতবস্থায়, প্রতিটি গ্রাহককে প্রতি $100.00 এ ১৫% হিসেবে বাড়তি $15.00 এর ভ্যাট চার্জ দিতে হবে। যেমন, ১০০ ডলার বিজ্ঞাপনের ক্ষেত্রে ১১৫ ডলার পেমেন্ট করতে হবে।
এবং বাংলাদেশী টাকায় বিজ্ঞাপনের ক্ষেত্রে ১০০ টাকায় ১৫% হিসেবে বাড়তি ১৫ টাকা ভ্যাট চার্জ দিতে হবে। যেমন, ১,০০০/- টাকার বিজ্ঞাপনের ক্ষেত্রে ১,১৫০/- টাকা পেমেন্ট করতে হবে।
Leave A Comment